আমাদের সম্পর্কে

গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের জনপ্রিয় এক পেশা। আর পেশা হিসেবে এর জনপ্রিয়তার প্রথম কারন, যেকোন বয়স বা মাধ্যম থেকে, যে কেউ এসে স্বাধীনভাবে এ কাজ করে উপার্জন করতে পারে। তাইতো দিন দিন এ ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়ছে। তৈরি হচ্ছে দক্ষ জনবল।

তবে গ্রাফিক ডিজাইন শেখার ক্ষেত্রে বাংলাতে, ইংরেজির মত নির্ভরযোগ্য ও তথ্য সমৃদ্ধ তেমন কোন সাইট বা কন্টেন্ট নেই। তাই অনেকেরই ইংরেজি কন্টেন্ট দেখে শিখতে যেমন বেশি সময় লাগছে ঠিক তেমনি অনেকের নিকট কিছু বিষয় দুর্বোধ্য থেকে যাচ্ছে।

সেই জায়গা থেকে বাংলা ভাষাভাষীদের নিকট গ্রাফিক ডিজাইনের খুঁটিনাটি বাংলাতে সহজবোধ্যভাবে উপস্থাপনের জন্য Desk of Tonmoy এর যাত্রা শুরু। আর এ যাত্রায় নতুন সংযোজন DOT Blog.

আমি তন্ময় মন্ডল। পেশায় একজন ডিজাইনার। বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে UX ডিজাইনার হিসেবে কাজ করছি । আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের, গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট থেকে BFA ও MFA সম্পন্ন করেছি। বিগত বছরগুলোতে আমি মোশন ডিজাইনার এবং ভিজুয়ালাইজার হিসেবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন কোম্পানিতে জব ও ফ্রিল্যান্স কাজ করেছি।

বিশ্ববিদ্যালয় ও কর্মজীবনে অর্জিত গ্রাফিক ডিজাইনের জ্ঞানকে, বাংলাতে সুন্দর এবং সাবলীল ভাবে  উপস্থাপনের চেষ্টা করব আমার এ ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, ক্যারিয়ার গাইডলাইন, টুলস পরিচিতি, তাত্ত্বিক ধারনা ইত্যাদি সব কিছুই পাবেন এ ওয়েবসাইটে।

তো শুরু হোক বাংলায় শেখা।